বেসরকারী উন্নয়ন সংস্থা PHALS(Program for Helpless And Lagged Society) ১৯৯৬ সাল হতে কক্সবাজার জেলায় বহু মাত্রিক সামাজিক উন্নয়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় পাল্স, কক্সবাজারের কার্যক্রম বাস্তবায়নের লক্ষে নিম্নবর্ণিত পদে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থী হতে নিম্নস্বাক্ষরকারী বরাবরে দরখাস্ত আহবান করা হচ্ছে। (অনলাইনে আবেদন করা যাবে)
পদের নাম: Residential Facilitator (Female)
বেতন ভাতা (সর্বসাকুল্যে):
১৫,০০০ /-(পনের হাজার টাকা মাত্র এবং থাকা-খাওয়া ফ্রি)
কর্ম- এলাকা: কক্সবাজার সদর
পদের সংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
সমাজবিজ্ঞান/সমাজ কল্যান/মনোবিজ্ঞানসহ যে কোন বিষয়ে স্নাতক পাশ হতে হবে। তবে অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিখিল যোগ্য।
প্রতিষ্ঠিত এনজিওতে সংশ্লিষ্ট পদে কাজ করার কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
শিশু সুরক্ষা, জেন্ডার ও মানবিক সহায়তা সম্পর্কে প্রশিক্ষন ও জ্ঞান।
প্রশিক্ষণ, সেমিনার এবং অ্যাডভোকেসি প্রোগ্রামের সর্ম্পকে দক্ষতা।
PSEA ও Safeguarding সর্ম্পকে ধারনা থাকতে হবে।
Localization, Social cohesion, Gender mainstreaming, Education , livelihood, Disability inclusion ইত্যাদি বিষয়ে ধারনা থাকতে হবে।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় পারর্দশী হতে হবে।
শিশুদের প্রতি যত্নশীল ও দায়িত্বশীল হতে হবে।
শিশুদের শেল্টার হোমে অবস্থান করে কর্ম- পরিচালনা করতে হবে।
বয়স সীমা সর্বোচ্চ ৪৫ বছর
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ০২/০৫/২০২৫ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রের ফটোকপি, প্রার্থীর সর্ম্পকে তথ্য দিতে পারবেন এরূপ ২ জন রেফারেন্সকারীর নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, ই- মেইল এবং প্রার্থীর মোবাইল নাম্বার উল্লেখপূর্বক জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র নিম্নঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে যোগাযোগ করে অথবা ই- মেইলে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হবে। পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
নির্বাহী পরিচালক
PHALS(Program for Helpless And Lagged Society)
শাখা কার্যালয় : আবু সেন্টার (৪র্খ তলা) পূর্ব বাজারঘাটা,
প্রধান সড়ক, কক্সবাজার।
ই-মেইল : phalshr.recruitment@gmail.com